Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

১. শাহপীর আউলিয়ার মাজার শরীফ

 

নাম                 :

স্থান                : দরবেশ হাট রোড লোহাগাড়া শাহপীর পাইলট হাই স্কুল সংলগ্ন।

যাতায়ত          : লোহাগাড়া বতলী মোটর ষ্টেশন থেকে সি.এন.জি যোগে ০৫ টাকা ও রিক্সা যোগে ১০/১৫ টাকা।

শিক্ষাপ্রতিষ্ঠান    : মাজার শরীফের পাশে একটি এতিম খানা ও হেফজ খানা আছে। যেখানে শত শত এতিম বাচ্ছাদের আশ্রয়স্থান ও পবিত্র মহাগ্রস্থ কুরআন শরীফ হেফজ বা মুখস্থ করে তার আলো ছড়িয়ে দিচ্ছে লোহাগাড়া প্রত্যন্থ জায়গায়।

বিশেষত্ব            : তিনি সুদুর ইরান এর সম্মানি বাদশা তিনি ইরান থেকে লোহাগাড়ায় আসেন শুধু একমাত্র মহান আল্লাহ একমাত্র মনোনীত রাসুল (সাঃ) এর উপর প্রেরিত ধর্ম ইসলামের সুমহান বানী প্রচারের জন্য আসেন, এবং তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং সেখানে গজার মাছের জন্য একটা বড় পুকুর আছে।

 

২. দঃ সুখছড়ী মাজার শরীফ

 


নাম                      : মাওলানা সৈয়দ বাছেত আলী শাহ (রাঃ)